অভিনয়ের শুরুটা মঞ্চ থেকে না হলেও মঞ্চের প্রতি আলাদা টান রয়েছে কাজী নওশাবা আহমেদের। সুযোগ পেলেই ছুটে যান মঞ্চে অভিনয় করতে। সম্প্রতি নাট্যদল আরশিনগরের হয়ে টানা পাঁচ দিনে ‘সিদ্ধার্থ’ নাটকের সাতটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। মঞ্চের প্রতি সেই ভালোবাসা থেকেই ২০১৮ সালে ‘টুগেদার উই ক্যান’ নামের একটি নাট্যদল গঠন করেন নওশাবা। আগামী মার্চেই নতুন প্রযোজনা আনছে দলটি। নাম ‘ত্রিবেণী’। এটি দলের চতুর্থ প্রযোজনা। এতে অভিনয় করবেন রংপুরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। নওশাবার ভাবনায় নাটকটি রচনা করেছেন এজাজ ফারহা। নির্দেশনা দেবেন নওশাবা। মিউজিক করেছেন অভিষেক ভট্টাচার্য।
কাজী নওশাবা বলেন, ‘অনেকগুলো মানুষের অভিজ্ঞতার ফসল ত্রিবেণী। টুগেদার উই ক্যানের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। জীবনে চলার পথে যাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার প্রতিফলন এই নাটক। ত্রিবেণী হচ্ছে একটি আয়না। যেখানে সবাই কোনো না কোনোভাবে নিজেকে খুঁজে পাবেন। যারা অভিনয় করবে তারা সবাই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। স্বাভাবিক মানুষের মতো না হলেও তাদের আছে অনেক কিছু করে দেখানোর সামর্থ্য। সেই বিষয়টিকে সবার সামনে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।’
নওশাবার ক্যারিয়ারের বড় একটা অংশ জুড়ে আছে পাপেট শো। নতুন এই নাটকেও পাপেট শোর দেখা মিলবে বলে জানান নওশাবা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নাটকের রিহার্সালে অংশ নিতে রংপুর যাবেন তিনি। পুরোপুরি প্রস্তুত করে নাটকের শিল্পীদের নিয়ে ফিরবেন ঢাকায়। মার্চের প্রথম সপ্তাহে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের যৌথ উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে একটি নাট্যোৎসব। সেখানেই মঞ্চায়ন হবে ত্রিবেণী।
এর আগে রাজশাহীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে টুগেদার উই ক্যান মঞ্চে এনেছিল আরও একটি নাটক। ‘রিয়া গার্ল উইথ অ্যা হোয়াইট পিজন’ নামের নাটকটিও নির্দেশনা দিয়েছিলেন নওশাবা।