কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জে বর্ধিত সভা করেছে কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ডক ইয়ার্ড শ্রমিক লীগ ও সিএনজি অটোরিকশা সংগঠন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ম. ই মামুন। এতে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাওসার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া।