আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের তিনটি অঞ্চল পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালে আজকের দিনে পাকিস্তানি বাহিনীকে পিছু হটিয়ে জেলার বীরগঞ্জ, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা মুক্ত বাতাসে উড়িয়ে দেন স্বাধীনতার স্বপ্নে বিভোর বীর বাঙালিরা।
বীরগঞ্জ: দিবসটি স্মরণে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিরামপুর: ৬ ডিসেম্বর বিরামপুর মুক্ত দিবসটি পালন উপলক্ষে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বিরামপুর প্রেসক্লাব সহযোগিতায় মুক্ত আলোচনা, শোভাযাত্রা ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার দিবসটি যথাযথভাবে পালন করার সিদ্ধান্তের কথা জানান।
নবাবগঞ্জ: ৬ ডিসেম্বর নবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।