Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ত্রিশালে আগুনে পুড়েছে ২৯ ব্যবসাপ্রতিষ্ঠান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে আগুনে পুড়েছে ২৯ ব্যবসাপ্রতিষ্ঠান

ময়মনসিংহের ত্রিশালে আগুনে ২৯টি দোকান পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যবসায়ীদের কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল পৌর এলাকার মধ্যবাজারে লাগা আগুনে রাসেল স্টোর, কাওসার স্টোর, বাদল স্টোর, মিরাজ স্টোর, বিএনপির গণ মিছিলে মানুষের ভোগান্তি স্টোর, কাজল স্টোর, ভাই ভাই স্টোর, বিপ্লব স্টোরসহ ২৯ দোকানের মালামাল পুড়ে যায়।

খবর শুনে ত্রিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা।

স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়। কয়েক মিনিটের রাস্তা হলেও আনুমানিক ২৫ মিনিট পর ত্রিশাল ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এতে আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।পুড়ে যাওয়া দোকানের মালিক কাজল মিয়া, আজিজুল মিয়া, কাউসার মিয়াসহ আরও কয়েকজন বলেন, ‘ফায়ার সার্ভিস যদি ঘটনাস্থলে দ্রুত আসত, তাহলে আগুনের ভয়াবহতা বাড়ার আগেই নেভানো সম্ভব হতো।’

ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রিয়াজ উদ্দিন ঘটনাস্থলে বিলম্বে পৌঁছার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ত্রিশাল মধ্যবাজারে আগুন লাগার খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ২৯টি দোকান পুড়ে গেছে। আনুমানিক ক্ষতি হয় প্রায় এক কোটি টাকা।’

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বলেন, ‘আগুন লাগার বিষয়টি জানার পর আমি জেলা প্রশাসককে জানাই। তাঁর (জেলা প্রশাসক) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের উপজেলা প্রকল্প অফিস ক্ষতির তালিকা প্রস্তুত করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরঅনুদান দেওয়া হবে।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ