নরসিংদীর মনোহরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৮০% ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে দুটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন্ড হারভেস্টর দুটি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমিত মালাকার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, উপকারভোগী কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘কম্বাইন্ড হারভেস্টর যন্ত্রের মাধ্যমে কৃষক একই সঙ্গে ধান ও ভুট্টা কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে আশা করছি।’