Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুর্ভোগের ১ কিলোমিটার

শাহাদাত হোসেন সায়মন, গজারিয়া (মুন্সিগঞ্জ)

দুর্ভোগের ১ কিলোমিটার

মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়নের আলীপুরা বাসস্ট্যান্ড থেকে ৫৬ নম্বর ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ পিচঢালা সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, কোথাও দেখা দিয়েছে ভাঙন। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, অটোবাইক ও ভ্যানচালকসহ হাজারো মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

জানা যায়, ২০১৬ সালে সড়কটি নির্মাণ করে এলজিইডি। এরপর আর সড়কটির সংস্কার হয়নি। অন্যদিকে, বড় বড় ট্রাকে ইট, পাথর, বালু পরিবহন করায় সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আলীপুরা কাউছারের চায়ের দোকান, নয়াকান্দি গ্রামের রিপন প্রধান, বাবু মুন্সী, বাদল সরকার ও মিলন ভূঁইয়ার বাড়ির সামনে সড়কের একপাশ ভেঙে গেছে। এসব জায়গা দিয়ে দুটি অটোরিকশা পাশাপাশি চলাচল করতে পারে না। আবার কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিপাত হলে গর্তে পানি জমে সৃষ্টি হয় কাদার।

সিএনজিচালিত অটোরিকশার চালক জামাল মিয়া বলেন, ‘রাস্তার এ দশার কারণে এখন এ পথে চলাচলের সময়ে আতঙ্কের মধ্যে রয়েছি।’

ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য রোকনুজ্জাম শিকদার বলেন, ‘সড়কের অবস্থা খারাপ হওয়ায় এলাকার বাসিন্দাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।’

ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিটন বলেন, ‘এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভা এবং উন্নয়ন সভায় রাস্তা সংস্কার চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ না থাকায় সংস্কার হচ্ছে না।’

এলজিইডির গজারিয়া উপজেলার উপপ্রকৌশলী মোজ্জাম্মেল হক বলেন, কয়েক হাজার মানুষ এ সড়কটি ব্যবহার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এই অর্থবছরে সড়কটির নির্মাণকাজ শুরু করা যাবে বলে তিনি জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ