রানা আব্বাস, অ্যাডিলেড থেকে
ক্যারেন রোল্টন ওভালের মাঝ উইকেটে গতকাল উপভোগ্য রোদ্দুরে ‘ত্রাস’ ছড়ালেন সাকিব আল হাসান। সতীর্থ বোলার কিংবা থ্রো ডাউনে ছোড়া বল একেকবার উড়িয়ে মারছেন আর বল এসে পড়ছে সীমানার কাছে সংবাদকর্মীদের জটলার মধ্যে। বারবার তাই চিৎকার শোনা গেল, ‘ওয়াচ, ওয়াচ…’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব রান পেয়েছেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল)। রান পেয়েছেন নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও। তবে মূল মঞ্চে এখনো হাসেনি সাকিবের ব্যাট। ৪ ম্যাচে করেছেন ৪৪ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপই প্রায় শেষ হয়ে আসছে, লম্বা ইনিংস খেলার তাড়নায় বাঁহাতি অলরাউন্ডার গতকাল তাই ব্যাটিংয়ে একটু বেশিই সময় দিলেন। সাকিবের ব্যাটিং গভীর মনোযোগ দিয়ে দেখলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশ দলে ‘ইম্প্যাক্ট’ দর্শনের আমদানিকারক শ্রীরামের চাওয়া, সাকিবকেও খেলতে হবে প্রভাববিস্তারী ইনিংস। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে এটি যে খুব জরুরি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশের কাছে অন্য রকম হয়েছে শ্রীরামের কৌশলেই। জিম্বাবুয়ে-নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পর ভারতের বিপক্ষে ওই পারফরম্যান্সের নেপথ্যেও এই ভারতীয় কোচ।
শ্রীরামের তত্ত্বাবধানে বাংলাদেশ দলের অনুশীলন দেখলে মনে হবে, তিনি যেন কড়া হেড মাস্টার। পুরো দলের নিয়ন্ত্রণ তাঁর হাতের মুঠোয়। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মতো প্রভাবশালী কর্তারা দলের ‘থিংক ট্যাংকে’র অংশ হলেও শ্রীরামের সিদ্ধান্তই যেন শেষ কথা। অনুশীলনে প্রতিটি নেটে নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের ভুল যেমন ধরিয়ে দেন তেমনি অনুপ্রাণিতও করেন। ব্রিসবেনের প্রস্তুতি পর্বে যখন তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি কড়া হেড মাস্টার?
শ্রীরাম উত্তরে জানিয়েছিলেন তিনি মোটেও কড়া হেড মাস্টার নন। তবে জালাল ইউনুস গতকাল কোচ শ্রীরামকে তুলে ধরলেন এভাবে, ‘তিনি খেলোয়াড়দের সঙ্গে যেমন বন্ধুর মতো মিশতে পারেন, আবার যখন যাকে যেটা বলার দরকার, মুখের ওপরই বলে দেন।’
দুই দিন আগে ভারত ম্যাচের আগে কোচ শ্রীরাম সম্পর্কে সাকিব বলছিলেন, ‘সে দারুণ করছে। আমাদের এখানে এসেছে নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে, যেগুলো নিয়ে কাজ করতে চান। তার কথা, ছেলেরা পছন্দ করে। সে সংক্ষিপ্ত সময়ে আমাদের সঙ্গে যে দারুণ কাজ করেছেন, তারুণ্যনির্ভর এই দলের জন্য সেটা অসাধারণ ব্যাপার। আশা করি, বাংলাদেশ দলে তিনি থেকে যাবেন।’
আগস্টে এশিয়া কাপের আগে দায়িত্ব নেওয়া শ্রীরামের চুক্তি শেষ হওয়ার কথা এই বিশ্বকাপ দিয়ে। শ্রীরামকে বিসিবি ধরে রাখবে কি না, এই প্রশ্নে গতকাল জালাল বললেন, ‘এটা বোর্ড সভায় আলোচনা হতে হবে। দেখা যাক।’
শ্রীরাম এখনো পর্যন্ত যতটুকু ‘ইম্প্যাক্ট’ ফেলেছেন, তাতে খুশি বিসিবি। এতেই তাঁর বাংলাদেশ-অধ্যায় লম্বা হওয়ার সম্ভাবনা বেড়েছে।