মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে ধান বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে ধান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন।
জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৭টি ইউনিয়নের তালিকাভুক্ত ৭ হাজার ৫০০ জন কৃষককে এক প্যাকেট করে উন্নতজাতের ধান বীজ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন জানান, ‘আগমনী’ নামের এই বীজে একরে ১২০ মণ ধান উৎপাদন করা সম্ভব।