হোম > ছাপা সংস্করণ

মাসের শুরুতে রাকুল শেষেও রাকুল

বিনোদন ডেস্ক

দিল্লির মেয়ে হলেও রাকুল প্রীত সিং সরাসরি বলিউডে আসেননি। এসেছেন দক্ষিণ ঘুরে। এ পর্যন্ত ৩০টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। খোলামেলা স্বভাবের রাকুল বলিউডে প্রথম নাম লেখান ‘ইয়ারিয়া’ সিনেমা দিয়ে। কিন্তু সেই যাত্রা বেশি লম্বা হয়নি। ফের দক্ষিণে নিয়মিত হন।

রাকুল বলেন, ‘দক্ষিণে কয়েকটি সিনেমা করার পর গ্র‌্যাজুয়েশনের জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলাম। শেষ করে আবার অডিশন দেওয়া শুরু করলাম। তৃতীয় অডিশনে “ইয়ারিয়া” সিনেমায় কাস্ট হলাম। এর মধ্যে দক্ষিণের প্রযোজক, পরিচালকেরা আবার আমার সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন। “ইয়ারিয়া”র শুটিং শেষ হওয়ার দুই দিন আগেই আমি প্রথম তেলুগু সিনেমা সাইন করি। এরপর ২০১৮-তে “আইয়ারি” নামে আরও একটি হিন্দি সিনেমায় কাজ করেছিলাম। এভাবেই হিন্দি, তেলুগু, তামিল—সবই পাশাপাশি করে যাচ্ছি।’

প্রথম সারির না হলেও বলিউডের এই সময়ের ব্যস্ত অভিনেত্রী রাকুল প্রীত। এ বছর তাঁর মুক্তি প্রতীক্ষিত সাত সিনেমার ছয়টিই বলিউডের। এপ্রিল মাসেই তাঁর মুক্তির খাতায় যোগ হয়েছে দুইটি সিনেমা। ১ এপ্রিল মুক্তি পেয়েছে জন আব্রাহামের বিপরীতে ‘অ্যাটাক’, ২৯ এপ্রিল মুক্তি পাবে অজয় দেবগণের সঙ্গে ‘রানওয়ে ৩৪’।

‘অ্যাটাক’ সিনেমায় ড. সাবার চরিত্রে অভিনয় করেছেন রাকুল প্রীত। অন্যদিকে ‘রানওয়ে ৩৪’ সিনেমাটির নামেই বোঝা যায় বিমানসংশ্লিষ্ট কোনো গল্প। শোনা যাচ্ছে, ২০১৫ সালে জেট এয়ারওয়েজের দোহা থেকে কোচির যাত্রীবোঝাই একটি বিমানের চালক যেভাবে ভয়ংকর প্রতিকূলতার মধ্যেও যাত্রীদের প্রাণ বাঁচিয়েছিলেন, সেই ঘটনা এই সিনেমার মূল বিষয়। ১৪১ জন যাত্রী ও ৮ জন ক্রু মেম্বারসহ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিমানটি। নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে না পারায় পাইলট বিমানটি নিয়ে যান ত্রিবান্দ্রাম বিমানবন্দরে। তবে সেখানেও অপেক্ষা করে ছিল অন্য জটিলতা। কারণ ফুয়েলও তখন প্রায় শেষ। তা সত্ত্বেও বিমানটি ল্যান্ড করাতে পেরেছিলেন চালক। অজয় ও রাকুলকে পাইলটের চরিত্রে দেখা যাবে ‘রানওয়ে ৩৪’ সিনেমায়।

রাকুল সম্পর্কে...

  • বলিউড অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেম করছেন রাকুল।
  • বলিউডে তাঁর প্রথম সিনেমা ‘ইয়ারিয়া’ হিট হয়েছিল। প্রথম সিনেমার পর বলিউডে বিরতি।
  • মাঝে মাদকসংশ্লিষ্টতার জন্য ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা রাকুলকে জিজ্ঞাসাবাদ করে, যা নিয়ে বেশ আলোচনা হয়েছিল সংবাদমাধ্যমে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন