কাঁচা মরিচের দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি কমেছে। তিন-চার দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার অল্প পরিমাণ কাঁচা মরিচ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আমদানিকারকেরা।
জানা গেছে, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় আপাতত কোনো সংকট নেই। এ অবস্থায় চাহিদা কমায় আমদানিকারকেরা পণ্যটি আমদানি করছেন না। গতকাল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচা মরিচ আমদানি হলেও স্থানীয় বাজারে ক্রেতাসংকটের কারণে সেগুলো দেশের অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দিনাজপুরের স্থানীয় পাইকারি বাজারে কাঁচা মরিচ কেজিতে ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।