রাজশাহীর বাগমারায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম নাম কাউসার রহমান (২৩)। তিনি মাড়িয়া ইউনিয়নের চাম্পাকুড়ি গ্রামের মুঞ্জুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউসার রহমান মোটরসাইকেলে চেপে ভবানীগঞ্জ বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে তাঁর মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে মাথা থেঁতলে যায় তাঁর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম সারোয়ার মৃত ঘোষণা করেন তাঁকে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত কাউসার রহমানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।