মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গতকাল শনিবার দুপুর ১২টায় আরএমপি পুলিশ লাইনস কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি উপস্থিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন। অনুষ্ঠানে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে এবং মৃত পাঁচ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন প্রমুখ।