হোম > ছাপা সংস্করণ

২২৯ দিন পর জাহাজ গেল সেন্ট মার্টিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

নানা কারণে ২২৯ দিন বন্ধ থাকার পর পর্যটন মৌসুমকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে সেন্ট মার্টিন গেছে একটি জাহাজ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে যায় কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের জাহাজটি। এতে ৩১০ জন পর্যটক ছিলেন।

এর আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘাটে জাহাজটি পরিদর্শন করেন। তিনি বলেন, ‘প্রতি বছর অক্টোবর মাসের শেষের দিকে জাহাজ চলাচল শুরু হয়। তবে এবার পর্যটক ওঠানামার ক্ষতিগ্রস্ত জেটি মেরামত করতে গিয়ে কিছুটা বিলম্বে হয়েছে। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এই নৌপথে নিয়মিত পর্যটক পরিবহন শুরু হবে।’

গতকাল মঙ্গলবার থেকে যে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে যায়, তা পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করেছে বলেও জানান তিনি।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন-কক্সবাজার দুটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন ওই রুটে মোট ১০টি জাহাজ চলাচল করত। এর মধ্যে গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সেন্ট মার্টিনে পর্যটকদের ওঠানামার জেটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি মেরামতে লোহার পাটাতন বসানোর কাজ চলায় এত দিন ধরে জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

তবে প্রথম দিনই টিকিট না পেয়ে দাঁড়িয়ে ওই জাহাজে করে সেন্টমার্টিন যেতে হচ্ছে বলে অভিযোগ করেন মাগুরা থেকে আসা এক পর্যটক দম্পতি।

কেয়ারির জাহাজটির ব্যবস্থাপক মো. শাহ আলম জানান, জাহাজের সব টিকিট বুকিং হয়েছে। বেশ কয়েক দিন আগে থেকে অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করেন ভ্রমণপিপাসুরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে অন্য জাহাজগুলো চলাচল করবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন