Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সিংড়ায় সড়ক দেবে যাওয়ায় ভোগান্তি

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সিংড়ায় সড়ক দেবে যাওয়ায় ভোগান্তি

নাটোরের সিংড়ার জামতলী-রাতাল-রানীরহাট ১৪ কিলোমিটার সড়কের পাঁচটি স্থান দেবে গেছে। এতে দুই লাখের বেশি মানুষের চলাচলের একমাত্র সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই কাঁদা-মাটি মাড়িয়ে চলাচল করছে শিক্ষার্থী, দূর-দূরান্তের যাত্রীসহ সাধারণ মানুষ।

সরেজমিনে গত রোববার দুপুরে দেখা গেছে, সড়কের রাতাল সেতুর দুই পাশে দেবে হাঁটুসমান কাদা-মাটি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে শতাধিক ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল আটকে যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সাজদুল ইসলাম বলেন, প্রায় ২০ দিন ধরে এ সড়ক বেহাল; দৃষ্টি নেই কর্তৃপক্ষের। প্রতিদিনই চলাচলকারী যানবাহন কাদায় আটকে যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এ সড়কের রাতাল বাজার, ভাদাই সেতু, করিতলা, দুর্গাপুর, বিনগ্রাম ও রানীপুকুরসহ কয়েকটি স্থানে একই অবস্থা।

স্থানীয় দোকানদার ফিরোজা হোসেন বলেন, সিংড়ার জামতলী-সিরাজগঞ্জের তাড়াশ একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে সিংড়া উপজেলার ইটালী, ডাহিয়া, শুকাশ ইউনিয়নসহ পার্শ্ববর্তী তাড়াশ উপজেলা মানুষের একমাত্র চলাচলের সড়ক। কিন্তু সড়ক বেহালে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। কৃষক তাঁর কৃষিপণ্য বাজারে নিতে যেতে পারছেন না। এটা কোনো রাস্তা নয়, যেন মরণফাঁদ।

ট্রাকচালক আল আমিন বলেন, শুরুতেই যদি ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড থাকত, তাহলে এ রাস্তায় গাড়ি নিয়ে আসতেন না তিনি।

ইটালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, এ উপজেলার অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে যাওয়া রাস্তারগুলোর জন্য প্রায় এক মাস আগে উপজেলা পরিষদ থেকে ৪ লাখ টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও ভেঙে যাওয়া এ অংশগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা দুঃখজনক। দ্রুত সড়কটির ভাঙা অংশ সংস্কারের দাবি জানান তিনি।

উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী বলেন, সিংড়ার জামতলী-রাতাল-রানীরহাট ১৪ কিলোমিটার সড়কের পাঁচটি স্থান দেবে যাওয়ার কথা তিনি জানেন। সড়কটি মেরামত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ