হোম > ছাপা সংস্করণ

গান গেয়ে মঞ্চ মাতালেন ওসি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাজিতপুর থানা-পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাজিতপুর থানার মোড় চত্বরে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে দর্শক মাতালেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী মিসেস জিনাত আরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মোরশেদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, এ. এস. পি সার্কেল ভৈরব রেজওয়ান দীপু, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান প্রমুখ।

মাগরিবের নামজের পর থেকে বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতার অনুষ্ঠানে আসতে শুরু করেন। রাত সাড়ে ৭টায় মঞ্চে ওঠেন ওসি মাজহারুল ইসলাম। গাইতে শুরু করেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এরপর আরও দুটি গান পরিবেশন করে উপস্থিত সকলকেই তাক লাগিয়ে দিলেন তিনি। পরে তার স্ত্রী জিনাত আরও দুটি গান পরিবেশন করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম, সেবা দিয়েই মানুষের মন জয় করতে হয়। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করছি।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন