বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ যান। সম্প্রতি উপজেলায় কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে।
জানা যায়, বর্তমানে সড়কে ধীর গতির ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন ও করিমনসহ কিছু অবৈধ যান চলাচল করছে। তবে কিছু কিছু সড়কে প্রশাসনের দায়সারা অভিযান অব্যাহত আছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, আমরা অবৈধ যান উচ্ছেদের চেষ্টা করছি। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য সভা–সেমিনার ও মাইকিং অব্যাহত আছে। আশা করছি, অতি সত্তর এটি বাস্তবায়ন হবে, যেহেতু আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। অচিরেই এটি বন্ধ হবে।