মানিকগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী এসব কর্মসূচির উদ্বোধন করেন।
দুপুর ২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ আলোচনা সভা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
সভায় বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগ নেত্রী মাহিন খান, যুবলীগের সদস্য মাহবুবউল হক খালিদ, ফিরোজ আলম খান, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামিউল আলীম রনি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাজী রাজু আহম্মেদ বুলবুল, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ।