হোম > ছাপা সংস্করণ

শেষ হলো ‘আহারে জীবন’ সিনেমার শুটিং, ঈদে মুক্তির পরিকল্পনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘আহারে জীবন’ সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ। এতে জুটি বেঁধে কাজ করেছেন ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস।

এ ছাড়া আরও দেখা যাবে জয় চৌধুরী ও মৌমিতা মৌকে। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার শুটিং। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ছটকু আহমেদ নিজেই। নির্মাতা বলেন, ‘গত বছরের অক্টোবর মাসে শুটিং শুরু করেছিলাম আর শেষ করলাম এ বছর ৫ মে। শেষ ধাপে জয়-মৌমিতার একটি গান ও এফডিসিতে ফেরদৌসের একটি ক্লাইমেক্স দৃশ্যধারণের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ হয়েছে। দারুণ একটি কাজ শেষ হলো। আশা করি দর্শকদের পছন্দ হবে।’

এখন চলছে সম্পাদনার কাজ। ‘আহারে জীবন’ সিনেমার সম্পাদনার দায়িত্বে রয়েছেন একরামুল হক। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিতে চান নির্মাতা। সিনেমাটি মুক্তির পরিকল্পনা জানিয়ে ছটকু আহমেদ বলেন, ‘আসন্ন কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। তবে এর আগে যদি ডেট ফাঁকা পাই আর ঢাকার মধ্যে হল পেয়ে যাই, তাহলে ঈদের আগেই মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।’

‘আহারে জীবন’ সিনেমাটি নিয়ে ফেরদৌস বলেন, ‘দুই যুগের বেশি সময় পর ছটকু আহমেদের নির্দেশনায় কাজ করলাম। গল্পই এ সিনেমার প্রাণ। করোনাকালের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।’

জয় চৌধুরী বলেন, ‘করোনাকালীন আমাদের সবার জীবনে নতুন অভিজ্ঞতা হয়েছে। তখন চারপাশের সবকিছু স্থবির হয়ে ছিল। সেই সময়কার পরিস্থিতি নিয়েই আহারে জীবন। মানুষ এখন গল্পনির্ভর সিনেমা দেখতে পছন্দ করে। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহানূর প্রমুখ। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন