নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংক গ্রাহকদের কার্ডের মাধ্যমে লেনদেনে ঝোঁক বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৭১৬ কোটি টাকা। এই লেনদেনের পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২০ কোটি টাকা। সেই হিসাবে গত আট মাসে ১৬৬ দশমিক ২৭ শতাংশ বেশি লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে ব্যাংকগুলোর কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৩৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা জুলাইতে ছিল ৩৮ হাজার ৪৬০ কোটি টাকা। আগস্ট মাসে কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রায় ৩৬ হাজার ৩৪ কোটি টাকা লেনদেন হয়। বৈদেশিক মুদ্রায় ছিল ৫২০ কোটি টাকা।
এদিকে প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম মাস থেকে আগস্ট পর্যন্ত কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন ধারাবাহিকভাবে বেড়েছে। তার মধ্যে জানুয়ারিতে লেনদেন হয়েছে ২১৯ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ২৫৬ কোটি, মার্চে ২৮০ কোটি, এপ্রিল ২৪১ কোটি, মে মাসে ৩৫৮ কোটি, জুনে ৩৯৯ কোটি, জুলাইতে ৪৪০ কোটি ও আগস্টে ৫২০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৪২৯টি। এর মধ্যে ডেবিট কার্ড ২ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৫৯৪টি। ক্রেডিট কার্ড ২০ লাখ ২২ হাজার ২৫৯টি এবং প্রিপেইড কার্ড রয়েছে ২৯ লাখ ২৫ হাজার ৫৭৬টি। আর গত আগস্ট মাসে ডেবিট কার্ডে ৩৩ হাজার ৭৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ক্রেডিট কার্ডে ২ হাজার ৩০২ কোটি টাকা এবং প্রি-পেইড কার্ডে লেনদেন হয়েছে ২৯৭ কোটি টাকা।