পিরোজপুর পৌরসভার মধ্য নামাজপুর এলাকায় এক ব্যক্তির চারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গরুর মালিক মো. কবির হোসেন। তিনি চায়ের দোকান করেন। এ দোকানের আয় দিয়ে সংসার খরচ চালান। পাশাপাশি চারটি গরু পালন করতেন।
গরুর মালিকের স্ত্রী নাজমুন্নাহার বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাতে চারটি গরু গোয়ালঘরে রেখে বাড়িতে রাতে ঘুমিয়েছি। গোয়াল ঘরের তালা ও শিকল ভেঙে কারা গরুগুলো নিয়ে গেছে জানি না। আজ (গতকাল শুক্রবার) সকালে গিয়ে দেখি, গরু একটাও নাই। গরুগুলো আমরা যাতে পেতে পারি তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।’
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল কবির শিকদার বলেন, ‘আমরা সকাল থেকেই তদন্ত করতেছি। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরায় খোঁজ নিচ্ছি। আশা করছি, গরু চুরির এ ঘটনায় জড়িতদের খুব দ্রুত বের করতে সক্ষম হব।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান বলেন, ‘নামাজপুর এলাকায় চুরির কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নাই। থানায় লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’