বিনোদন ডেস্ক
আরটিভিতে শুরু হচ্ছে বিনোদন সংবাদভিত্তিক সাপ্তাহিক আয়োজন ‘গ্ল্যামার’। এই অনুষ্ঠানের প্রথম অতিথি হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। দীপু হাজরার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে আছেন কনিকা।
প্রচারিত হবে প্রতি সোমবার বিকেল পাঁচটায়। এই অনুষ্ঠানে পূজা চেরি আলাপ করেছেন তাঁর অভিনীত সিনেমা ‘নাকফুলের কাব্য’ নিয়ে।শুরুর দিকে এ সিনেমার নাম ‘নাকফুল’ থাকলেও নাম বদল হয়েছে বলে জানা গেছে আরটিভির পক্ষ থেকে। সিনেমা ছাড়াও ‘গ্ল্যামার’ অনুষ্ঠানে পূজা চেরি নিজের অনেক ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলেছেন।