নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমি ত্বকের যত্নে আহামরি কিছু করি না। ত্বকের উপযোগী ফেইসওয়াশ দিয়ে মুখ ধুই, এরপর ময়েশ্চারাইজার লাগাই। আবহাওয়া বুঝে দিনে প্রয়োজনমতো ত্বক পরিষ্কার ও ময়েশ্চারাইজার লাগাই। এ ছাড়া কাজ শেষে বাড়ি ফিরে ভালোভাবে মেকআপ তুলি। আমি বিশ্বাস করি হাসিখুশি থাকলেই ত্বক উজ্জ্বল থাকে।
সৌন্দর্যচর্চায় যা করেন
সূত্র: এল ম্যাগাজিন