Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সড়ক দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আজকের পত্রিকা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ৭ প্রাণহানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক ইজিবাইকের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাইবান্ধা: বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাইবান্ধার-নাকাইহাট সড়কের বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চালক আশরাফুল (৩৫) নিহত ও চার যাত্রী আহত হন। আশরাফুল কুমারগাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে। আহত যাত্রীদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার মারা যান। তাঁরা হলেন কুমারগাড়ি গ্রামের আব্দুস ছাত্তার মিয়ার ছেলে সবুজ মিয়া ও পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ী গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মো. মোত্তালিব (৫২)। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ভটভটি আটক করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বরিশাল: গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে এক আরোহী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আরোহীর নাম সেলিম রেজা (৩৮)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার হার্ডওয়্যার ব্যবসায়ী।

নোয়াখালী: চাটখিলে ট্রাকচাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভীমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হোসেন (২০)। তিনি বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের মো. আলীর ছেলে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর: কমলনগরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে  উপকূল সরকারি কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স প্রায় ৬৫ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।

নেত্রকোনা: বারহাট্টায় বালুবাহী ট্রাক্টরের চাপায় অন্তর মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। অন্তর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাছিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ