এই শোনো না, বলছি যে বাসায় কি গাঁদা ফুলের মালা আছে?
ওই যে মা খোঁপায় জড়ানোর পর যদি অবশিষ্ট কয়েকটা রয়ে যায়। গাঁদা ফুল যদি অনেক দিন রেখে দাও তাহলে সেগুলো শুকিয়ে আরও গাঢ় রং ধারণ করেছে। এই শুকিয়ে যাওয়া গাঁদা ফুল দিয়ে কিন্তু তুমি ক্র্যাফট বানাতে পারো।
- হলুদ ও সবুজ কালার পেপার
- পেনসিল
- কাঁচি
- আইকা
- গাঁদা ফুল
চলো শুরু করি
- প্রথমে হলুদ কাগজ এক ভাঁজ করে নাও। এবার পাঁচ পাপড়ির ফুল আঁকো। সেটাকে সাবধানে কাঁচি দিয়ে কেটে নাও। যেহেতু কাগজটা ভাঁজ করেছ, তাই কাটার পর দুটো ফুল বের হবে।
- এবার একটি ফুলের মাঝখানে আইকা লাগিয়ে আরেকটি ফুল বসাও। এতে ফুলের পাপড়ি ঘন দেখাবে।
- ফুলের মাঝখানে আইকা দিয়ে গাঁদা ফুলও লাগিয়ে নাও এখন।
- সবুজ কাগজ কেটে পাতা বানিয়ে ফুলের পেছনে আইকা লাগিয়ে পাতা জুড়ে নাও। সুন্দর না?