হোম > ছাপা সংস্করণ

বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কাল

বালাগঞ্জ প্রতিনিধি

বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। নেতৃত্বে নতুন কেউ আসছেন নাকি পুরোনোরাই থাকছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক আহমদ সভাপতি ও জয়দ্বীপ চন্দ্র দাস সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর পর ১৯ ফেব্রুয়ারির সম্মেলনে পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন নেতা-কর্মীরা।

বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সভাপতি ফারুক আহমদ ও সহসভাপতি এইচএম ফজলু। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জয়দ্বীপ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহমদ ও ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার।

বিকেল ৩টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।

সম্মেলনের উদ্বোধন করবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন