ফেনীর ছাগলনাইয়ায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ ইউপি সদস্য প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে তাঁদের নির্বাচিত হওয়ার ঘোষণা দেন।
বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া ইউপি সদস্য প্রার্থীরা হলেন মহামায়া ইউপিতে ৭ নম্বর মাটিয়াগোদা ওয়ার্ডে মো. জমির উদ্দিন পাটোয়ারী বাবু, পাঠাননগর ইউপিতে ২ নম্বর ওয়ার্ডে হাছিনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে কাজী মোহছেনারা বেগম ও ২ নম্বর পাঠাননগর পূর্ব ওয়ার্ডে আবু জাফর সরওয়ার টিটু।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ৪ জন ইউপি সদস্য প্রার্থীকে বেসরকারিভাবে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হলেও তফসিল অনুযায়ী ভোট শেষে গেজেট প্রকাশ করা হবে।