সোনারগাঁ উপজেলার তালতলা এলাকায় রাস্তার পাশ থেকে আঞ্জুমান আরা (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। আঞ্জুমান ঝালকাঠি সদর উপজেলার কামরুল হাসানের স্ত্রী।
কামরুল হাসান জানান, তাঁর স্ত্রী গত বৃহস্পতিবার ব্যাংক থেকে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে গন্তব্যে না গিয়ে নিখোঁজ হন।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় হত্যা মামলা করবেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় রাস্তার পাশে শুক্রবার সকালে একটি অজ্ঞাত নারীর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ওই নারীর স্বামী কামরুল হাসান স্ত্রীর পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ওসি জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আঞ্জুমান আরাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে গেছে।