বিনোদন ডেস্ক
দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কোনো সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ এল অভিনেত্রীর কাছে। দক্ষিণী নির্মাতা করতালা শিবের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন জাহ্নবী। আর তাতে তাঁর নায়ক হবেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর।
শোনা যাচ্ছে, অ্যাকশননির্ভর এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। প্রাথমিকভাবে ‘এনটিআর ৩০’ নাম দিয়েই সিনেমার কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা, পরবর্তী সময়ে বদলানো হবে নাম। এটি মূলত তেলুগু হলেও সিনেমাটি সর্বভারতীয় হিসেবে রূপদানের পরিকল্পনা রয়েছে পরিচালকের। তাই বলিউডসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও অভিনয়শিল্পী নেওয়ার ইচ্ছা তাঁর। সে কারণেই সিনেমার নায়িকা হিসেবে নেওয়া হয়েছে জাহ্নবীকে।
তবে এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু জানাতে চাইছেন না পরিচালক-প্রযোজক। শিগগির জুনিয়র এনটিআর ও জাহ্নবীর একটি ফটোশুট করার পর পুরো বিষয়টি বিস্তারিত জানাবেন। জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। ছয়-সাত মাসের মধ্যেই যাবতীয় কাজ শেষ হবে। সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।