Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শ্রমিক সংকটে পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

শ্রমিক সংকটে পাকা ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক

কুমিল্লার তিতাস উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে। এবারে ফলন ভালো হলেও শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক। ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দিয়েও একজন শ্রমিক মেলে না। এতে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিতাস উপজেলায় ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ধান ঘরে তুলতে সমস্যা হবে না বলে আসা করছে স্থানীয় কৃষি অধিদপ্তর।

উপজেলা সদরের কড়িকান্দি গ্রামের কৃষক আলা উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই কানি (৬০ শতক) জমিতে বোরো ধানের আবাদ করেছি। ধান পেকেছে আরও এক সপ্তাহ আগে, শ্রমিকের অভাবে ধান কাটতে পারিনি। এখন পানিতে তলিয়ে গেছে। একজন শ্রমিক দৈনিক মজুরি চায় ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। আবার তিন বেলা খাওয়াতে হবে। তাই নিজেই পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছি।’

আলীরগাঁও গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার (৪০) বলেন, ‘দুই কানি খেত পত্তন নিয়ে বোরো ধান করেছি। এখনো টাকা দিইনি। এক কানি ধান ধাইয়া (কেটে) আনছি, বৃষ্টির জন্য ধান শুকাতে পারছি না। আরও এক কানি খেত পাইক্কা রইছে, শ্রমিকের অভাবে ধান কেটে বাড়ি আনতে পারছি না। একজন শ্রমিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা চান। তাও পাওয়া যায় না।’

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর তিতাসে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন কৃষকেরা। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন কৃষকেরা। আমরা তাঁদের বলে দিয়েছি, আপনাদের যাঁদের ধান পেকেছে, দ্রুত ধান কেটে বাড়ি নিয়ে আসেন। তবে আবহাওয়া অনুকূলে থাকলে তেমন কোনো ক্ষতি হবে না আশা করি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ