Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

তিন গম্বুজের মসজিদ

বরুড়া প্রতিনিধি

তিন গম্বুজের মসজিদ

বরুড়ার মিয়া বাড়ি জামে মসজিদটি ব্রিটিশ আমলে নির্মিত। ১৭৫৭ সালের পর কোনো এক সময় এটি নির্মিত হয় বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের। নান্দনিক কাঠামোর জন্য এটি বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

মসজিদটির অবস্থান পৌরসভার অর্জুনতলা গ্রামে। অর্জুনতলা গ্রামের তৎকালীন মিয়া পরিবার মসজিদটির জন্য জমি দান করেন। যাঁরা জমি দান করেছেন তাঁদের বংশধরেরা বর্তমানেও মসজিদটির তদারকির দায়িত্বে রয়েছেন।

মসজিদটিতে রয়েছে তিনটি গম্বুজ। ভেতরের দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা ও কারুকাজ। মসজিদটির মিম্বরের সামনে পির হাজী ফানাউল্লাহর মাজার। তাঁর মাজার ঘিরে একটি গম্বুজ বিশিষ্ট ঘর নির্মাণ করা হয়েছে।

জানা গেছে, গত ১০ বছর আগে মসজিদটি সংস্কার করা হয়েছে। মসজিদটির নির্মাতাদের বংশধর দাবি করা মো. হামিম দেওয়ান বলেন, ‘নান্দনিক মসজিদটি ব্রিটিশ আমলের ইতিহাস বহন করে। পাশাপাশি তাঁদের পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছে।’

মসজিদের মুয়াজ্জিন অলি উল্লাহ বলেন, মুরব্বিদের কাছ থেকে শুনেছেন, মসজিদটি তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেন দেওয়ান এমডি ছমি মিয়া। এর থেকে বেশি কিছু তিনি জানেন না বলে জানান।

স্থানীয় মুসল্লি নাজমুল হোসেন বলেন, মসজিদটি দেখার জন্য অনেক দূর থেকে মুসল্লিরা আসেন। নামাজ পড়েন। সঠিক ইতিহাস সম্পর্কে জানতে চান। কিন্তু তাঁদের এ সম্পর্কে বেশি কিছু জানা নেই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ