হোম > ছাপা সংস্করণ

বাউল, ধামাইলের মূর্ছনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক মঞ্চে বাউল, ধামাইল ও লোকসংগীতের পরিবেশনা দেখে বিমোহিত হয়েছেন দর্শক-শ্রোতারা। গত বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করে জেলা প্রশাসন। রাজশাহীতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। 

অনুষ্ঠানে ‘হলুদিয়া পাখি, সোনারই বরণ পাখিটি ছাড়িল কে’ জনপ্রিয় এই পল্লিগীতি গানটি গেয়ে শিল্পী শোভা রানী সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শককে মাতিয়েছেন। তাঁর পরিবেশনায় পল্লিগীতিই যেন হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষঙ্গ। ঐতিহ্যবাহী বাউল, ধামাইল, লোকসংগীত ও নৃত্যের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। 

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘দেশব্যাপী সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী বাউল, ধামাইল, লোকসংগীতের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে বাউল, ধামাইল ও এই লোকসংগীত। এই সংগীতচর্চার মাধ্যমে সবার জীবনে শান্তির বার্তা বয়ে আনুক, আজকের দিনে এ হোক সবার প্রত্যাশা।’ 

উদ্বোধনী পর্ব শেষে নৃত্য ও গানে সবাইকে বিমোহিত করে তোলেন বিভিন্ন শিল্পকলা একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের প্রায় ১০০ শিল্পী অংশ নেন। মূল আকর্ষণ ছিলেন শিল্পী কুন্তলা ঘোষ। তিনি একের পর এক গান গেয়ে দর্শককে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন সংযুক্ত ব্যানার্জি, এনামুল হক মুকুল প্রমুখ।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন