নিজস্ব প্রতিবেদক
যশোর সদরে পথচারীর দায়িত্ববোধে অল্পের জন্য রক্ষা পেয়েছে তিন শিশুর জীবন।
যশোর ফায়ার সার্ভিস সূতে জানা গেছে, মাছ ধরার সময় পানির স্রোতে পৌরসভার ঢাকনাযুক্ত নালায় ভেসে যায় নিয়োগ নামের ১১ বছরের একটি শিশু। তাকে উদ্ধার করতে নালায় নামে নয়ন (১০) ও হৃদয় (১২)। তবে নালার মধ্যে অন্ধকার থাকায় দিক হারিয়ে ফেলে তারা। একপর্যায়ে নালার ভেন্টিলেটর থেকে চিৎকার করতে থাকে শিশু নিয়োগ।
আওয়াজ শুনে এক পথচারী মোবাইল ফোনে যশোর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিন শিশুকে উদ্ধার করে।
গত মঙ্গলবার যশোর শহরের মুজিব সড়কের তেঁতুলতলা মোড়ে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে একজনের শ্বাসকষ্ট দেখা দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তিন শিশুকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। শিশুদের বাড়ি শহরের শংকরপুরে।
যশোর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক খন্দকার আশরাফুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে রফিকুল ইসলাম নামে এক পথচারী মোবাইল ফোনে সংবাদ দেন তেঁতুলতলা এলাকায় পৌরসভার ঢাকনাযুক্ত একটি নালায় একটি শিশু আটকা পড়ে আছে। বাঁচার জন্য তারা আর্তনাদ করছে। তখন দুইটি ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে।’
খন্দকার আশরাফুর রহমান বলেন, ‘উদ্ধারের সময় নিয়োগ নামে শিশুটির অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট দেখা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে একটু সুস্থ করে তার দেওয়া তথ্য অনুযায়ী হৃদয় ও নয়নকে উদ্ধার করা হয়। ড্রেনের মধ্যে খুবই অন্ধকার থাকায় তারা দিক হারিয়ে তেঁতুলতলা মোড়ের দিকে হাঁটা দেয়। পরে তেঁতুল তলা রাস্তার অপর পাশ থেকে তাদের উদ্ধার করা হয়।’
যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, ‘নালার গন্ধে এবং ঢাকানা বন্ধ থাকায় সেখানে অক্সিজেনের ঘাটতি থেকে শিশুদের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। উদ্ধারের পর একটু বিশ্রাম নিলে তারা সুস্থ্যবোধ করলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুদের পরিবারকে সচেতন হতে বলা হয়েছে।’