কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বুনিয়াদি, মোবাইল সাংবাদিকতা, অনুসন্ধানী এবং নারী ও শিশু সাংবাদিকতাসহ সম্পাদকের কাজ নিয়ে পাঁচটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৪০ জন গণমাধ্যমকর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।
গত শনিবার সন্ধ্যায় নগরীর কুমিল্লা ক্লাবের সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশপ্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক ড. জাফর ওয়াজেদ, পিআইবির পরিচালক (প্রশাসন) আফজালুর রহমান, প্রশিক্ষক বদরুদ্দোজা বাবু, জুলফিকার আলী মানিক, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শাহাবুদ্দীন ও প্রদীপ কুমার পাণ্ডে।