বদরগঞ্জ প্রতিনিধি
বদরগঞ্জে ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বীজ ও সার কৃষকের হাতে তুলে দেওয়া উদ্বোধন করেন। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জোবাইদুর রহমান জানান, বদরগঞ্জের ১ হাজার ২০০ কৃষককে ২০ কেজি করে গম, ১ হাজার ৫৩০ কৃষককে দুই কেজি করে ভুট্টা, ১ হাজার ৩৬০ কৃষককে এক কেজি করে সরিষা, ১১০ কৃষককে সূর্যমুখী ও ৫০ কৃষককে শীতকালীন সবজির বীজ দেওয়া হয়। বীজের সঙ্গে প্রত্যেক কৃষক ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সার পেয়েছেন। এ ছাড়া ভুট্টার বীজ পাওয়া কৃষকেরা অতিরিক্ত ১০ কেজি করে ডিএমপি সার পেয়েছেন।