Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অজ্ঞান করে অটোরিকশা চুরি, রং করতে গিয়ে ধরা

ফুলপুর প্রতিনিধি

অজ্ঞান করে অটোরিকশা চুরি, রং করতে গিয়ে ধরা

একটি চোরাই অটোরিকশার রং পরিবর্তন করার সময় শরীফ (২২) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে পৌরসভার দিও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শরীফ উপজেলার শিলপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যাত্রীবেশে স্থানীয় আজিজুল হকের অটোরিকশায় ওঠে। পরে পৌরসভার চরপাড়া এলাকায় পৌঁছালে চালক আজিজুলকে অজ্ঞান করে অটোরিকশা ছিনিয়ে নেয় তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা-পুলিশ পৌরসভার দিও এলাকায় অটোরিকশাটিতে রং করার সময় শরীফকে হাতেনাতে ধরে ফেলে।

এদিকে অটোরিকশা উদ্ধারের খবর পেয়ে ওই চালক ফুলপুর থানায় এসে শনাক্ত করেন এবং থানায় মামলা করেন। পরে পুলিশ অটোরিকশাটি আজিজুল হকের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অটোরিকশার মালিক আজিজুল মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ