হোম > ছাপা সংস্করণ

হইচইয়ের সিরিজে গোয়েন্দা নিশো

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে ভিকি জাহেদের ‘রেডরাম’ ওয়েব ফিল্ম দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আফরান নিশো। ফিল্মটিতে নিশো গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। সেই রেশ কাটতে না-কাটতেই এই তারকা নতুন ওয়েব সিরিজে নাম লেখালেন। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘কাইজার’ সিরিজে অভিনয় করছেন নিশো। পরিচালনা করছেন তানিম নূর।

চতুর্থ বছর পূর্তিতে গত বছর ২০টি অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছিল হইচই। জানানো হয়, এর মধ্যে পাঁচটি কনটেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা। তারই একটি নির্মাণ করবেন বাংলাদেশের তানিম নূর। কেন্দ্রীয় চরিত্রে আছেন নিশো।

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল হইচইয়ের ঘোষিত ওয়েব সিরিজ ‘কাইজার’ নিয়ে। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক কথা শোনা গেলেও অবশেষে জানা গেল সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ ‘কাইজার’-এর নামভূমিকায় অভিনয় করছেন নিশো।

বুধবার থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে শুটিং। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ণ হবে ২০ দিনের মতো।

আফরান নিশো বলেন, ‘একদমই ভিন্ন এক চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন, একেবারেই নতুন লুক। আমি অভিনয় করব একজন গোয়েন্দার ভূমিকায়, ‘কাইজার’-এর নামভূমিকায়। এর বেশি কিছুই বলতে চাই না।’

এর আগে ‘কাইজার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে হইচই জানিয়েছিল, হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ, কিন্তু রক্ত দেখলেই ভয় পান এই গোয়েন্দা।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন