বানিয়াচংয় উপজেলায় যৌতুকের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সিরাজকে গত বৃহস্পতিবার রাতে কদুপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সিরাজ ইসলাম যৌতুক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত রাজাপুর গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার রাতে সিরাজকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।