পুলিশ অভিযান চালিয়ে তজুমদ্দিন উপজেলার আবাসিক বোর্ডিং থেকে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তার জুয়াড়িরা হলেন, চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেল্লাল মোল্লা (৩০), ভূইয়াকান্দির বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির (২৫), মহাজনকান্দি ১ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ (২৪) ও একই এলাকার মো. সবুজ (২১)।
জানা গেছে, সোমবার রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি টিম উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার পরিদর্শক আনিছুর রহমান বলেন, ‘গ্রেপ্তার চার জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।’