ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এত দিন পর্যন্ত মুনাফা ছাড়াই করোনার টিকা বিক্রি করেছে। কিন্তু আগামী বছর টিকা সরবরাহ করতে কোম্পানিটি সম্প্রতি কিছু চুক্তি করেছে, যেখানে মুনাফাসহ দাম ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাসকেল সোরিওট বিবিসিকে বলেন, ‘মহামারি শেষ না হওয়া পর্যন্ত আমরা মুনাফা না করার কথা বলেছিলাম। করোনা এখন মহামারি থেকে এন্ডেমিক বা অঞ্চলভিত্তিক ভাইরাসে পরিণত হয়েছে।’
তথ্যমতে, ওষুধ শিল্পের আইনমতে প্রতি ডোজে উৎপাদন ব্যয়ের ২০ শতাংশ পর্যন্ত মুনাফা করার সুযোগ থাকলেও কোম্পানিটি মাত্র ৫ শতাংশ মুনাফা করবে। আর এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকার দামই সবচেয়ে কম। তা ছাড়া, চলতি বছরের মধ্যে করোনার টিকার আন্তর্জাতিক উদ্যোগ ‘কোভ্যাক্সে’ মুনাফা ছাড়া সাকল্য ২৫ কোটি ডোজ টিকা দেবে কোম্পানিটি।