মুন্সিগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৭টি ইউপিতে ৩৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২, সাধারণ সদস্য পদে ২৭৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব।
৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২, জাতীয় পার্টির ৩ ও স্বতন্ত্র থেকে ৩১ জন প্রার্থী।
উপজেলায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ১৯ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।