হোম > ছাপা সংস্করণ

নাজমুল কি পারবেন ব্রাজিলে যেতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ফুটবলে এখন ব্রাজিলিয়ান ফুটবলারদের ছড়াছড়ি। সাত সমুদ্র পাড়ি দিয়ে গত মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে খেলে গেছেন ১১ ব্রাজিলিয়ান ফুটবলার।

ব্রাজিলিয়ানরা এলেও সেখানকার  ক্লাবে গিয়ে খেলবেন এই দেশের কোনো ফুটবলার, এ যেন চিন্তারও বাইরে। সেই স্বপ্ন পূরণের মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে বাংলাদেশের নাজমুল হোসেন আকন্দ।

২০১৯ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রাজিলে গিয়ে এক মাস অনুশীলনের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের চার ফুটবলার—জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, ওমর ফারুক মিঠু ও নাজমুল। সাউ পাওলোর গামা ক্লাবে এক মাসের অনুশীলন শেষে দেশে ফেরেন চার ফুটবলার। এই ফুটবলারদের মধ্যে শুধু ওমর ফারুক ও নাজমুলই খেলছেন পেশাদার লিগে। ২০২০-২১ মৌসুমে আরামবাগে খেলেছেন নাজমুল। গত মৌসুমে খেলেছেন বিসিএল দল ওয়ান্ডার্সের হয়ে। এবার সুযোগ পেয়েছেন মোহামেডানে। গত মৌসুমে পুলিশ এফসিতে খেলেছেন মিঠু।

ব্রাজিল থেকে ফিরলেও সেখানকার স্থানীয় কোচদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন নাজমুল। সেখানকার এক কোচের মাধ্যমেই সাও পাউলোর দল সালতো এফসির পক্ষ থেকে দুই মাসের ট্রায়ালের প্রস্তাব পেয়েছেন ২০ বছর বয়সী ফুটবলার।  ব্রাজিল যেতে পারলে নাজমুলই হবেন গত ১০ বছরে কোনো দলের ট্রায়ালে অংশ নেওয়া দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার। ২০১৩ সালে নেদারল্যান্ডসের এফসি টোয়েন্টির যুবদলের ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।

ব্রাজিলের সাও পাউলোর দল সালতো মূলত একটি বয়সভিত্তিক দল, যারা খেলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে। দুই মাসের অনুশীলনে   ভালো করলে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলার সুযোগ নাজমুলের সামনে। ক্লাবটির পক্ষ থেকে প্রস্তাবপত্র বা অফার লেটারও পাঠানো হয়েছে তাঁকে। প্রস্তাব পেয়ে তিনি খুশি। তবে উল্টো পিঠে আছে দুশ্চিন্তাও। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাও পাউলো যেতে হবে নাজমুলকে। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে পাউলিস্তা অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। বয়সের কারণে এটাই হতে পারে নাজমুলের শেষ সুযোগ। প্রস্তাব পেলেও এখন ব্রাজিলে যাওয়ার ভিসার প্রক্রিয়া শুরুই হয়নি তাঁর। গত বছরও প্রস্তাব পেয়েছিলেন, তবে করোনার টিকা ও পাসপোর্টের মেয়াদ না থাকায় হয়নি স্বপ্ন পূরণ। কিছুদিন আগে একবার ব্রাজিলের দূতাবাস গেলেও ফিরেছেন দূতাবাসের দুয়ার থেকেই। সময় ফুরিয়ে আসছে। দুশ্চিন্তায় থাকা নাজমুলের চাওয়া বাফুফের সহায়তা। তিনি বললেন, ‘এখন ভিসার জন্য চেষ্টা করছি। কিন্তু ব্রাজিল দূতাবাস আমাকে ঢুকতে দেয়নি। আমি বাফুফের সহায়তা চাই। সব 
তথ্য পাঠিয়েছি। বাফুফে বলেছে, আমাকে সহায়তা করবে, এখন সে আশায় আছি।’

নাজমুলকে পাঠানো সালতোর প্রস্তাবপত্র ব্রাজিল দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তা হাসান মাহমুদ। যাচাই-বাছাই শেষে দূতাবাস থেকে ‘সবুজ সংকেত’ পেলেই নাজমুলের ভিসার বিষয়টি হাতে নিতে চায় বাফুফে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন