বগুড়ার কাহালু উপজেলায় নাক-মুখ বাঁধা অবস্থায় রাবেয়া খাতুন রওশন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গত শনিবার বিকেলে উপজেলার ভুগইল কালীতলা ব্রিজের পাশের বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৩৫ বছর বয়সী রাবেয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। কাহালু উপজেলার কালাই গ্রামে তাঁর বাবার বাড়ি। এ তথ্য নিশ্চিত করেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার স্বামীর বাড়ি থেকে বের হন রাবেয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে শনিবার কাহালু উপজেলার কালীতলা ব্রিজের পাশের বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাবেয়ার নাক-মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।
ওসি আমবার হোসেন বলেন, গত শনিবার রাতে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাবেয়ার মা রাতেই অজ্ঞাতদের বাদী করে হত্যা মামলা করেছেন।