শরীয়তপুরে পদ্মা সেতু এলাকা থেকে আটক ভারতীয় নাগরিক রাজেশ পান্ডেকে (৪০) সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন খান এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
শরীয়তপুরের কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক রাজেশ পান্ডে ভারতের বিহার রাজ্যের সাশারমা জেলার রাজনগর থানার নারায়ণ পান্ডের ছেলে। গত ৯ এপ্রিল সকালে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতু প্রকল্প এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় জাজিরা উপজেলার নাওডোবার গোলচত্বরের কালুবেপারী কান্দি গ্ৰামের ফুড এক্সপ্রেস রোস্তোরাঁ এলাকায় সন্দেহ জনক ঘোরাঘুরি করছিলেন তিনি। টহলরত সেনা সদস্য তাঁকে আটক করেন। ওই দিনই দুপুরে তাঁকে জাজিরা থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা।