নিবন্ধন না থাকায় ঢাকার কেরানীগঞ্জে ছয়টি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১টি এবং মুন্সিগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিভিন্ন সময় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
প্রতিনিধিদের পাঠানো খবর-
গতকাল দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় আতিকুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান। তিনি জানান, কেরানীগঞ্জে ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তাজ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। বাকি পাঁচটি ক্লিনিকেও মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা অনিয়মের অভিযোগে পদ্মা জেনারেল হাসপাতালকে সিলগালা এবং মা সুফিয়া জেনারেল হাসপাতাল ও মিরাকেল নামে একটি থেরাপি সেন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরের দিকে জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টার ও ইছাপুরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।