Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

৯ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, আটক ১

আজকের পত্রিকা ডেস্ক

৯ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, আটক ১

নিবন্ধন না থাকায় ঢাকার কেরানীগঞ্জে ছয়টি, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১টি এবং মুন্সিগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিভিন্ন সময় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

প্রতিনিধিদের পাঠানো খবর-
গতকাল দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় আতিকুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান। তিনি জানান, কেরানীগঞ্জে ৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে তাজ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম। বাকি পাঁচটি ক্লিনিকেও মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানা অনিয়মের অভিযোগে পদ্মা জেনারেল হাসপাতালকে সিলগালা এবং মা সুফিয়া জেনারেল হাসপাতাল ও মিরাকেল নামে একটি থেরাপি সেন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরের দিকে জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টার ও ইছাপুরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ