হোম > ছাপা সংস্করণ

বটিয়াঘাটায় হচ্ছে খুবির মাঠ গবেষণাগার

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞানভিত্তিক সাতটি ডিসিপ্লিনের মাঠ গবেষণাগার হচ্ছে। ক্যাম্পাসের বাইরে খুলনার বটিয়াঘাটায় এ গবেষণাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সম্ভাব্য জমি নির্বাচনে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন গতকাল সকাল ১০ টায় বটিয়াঘাটা উপজেলার দু’টি মৌজার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জায়গা স্বল্পতার কারণে জীববিজ্ঞান স্কুলের (অনুষদ) সাতটি ডিসিপ্লিনের প্রয়োজনীয় মাঠ গবেষণাগারের জমি নেই। তাছাড়া বর্তমানে অনেকগুলো ভৌত অবকাঠামোর উন্নয়ন কাজ চলায় আরও জায়গার সংকট দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষাদানের পাশাপাশি প্রয়োজনীয় মাঠ গবেষণাগার ও ভবিষ্যতে জমির চাহিদায় ক্যাম্পাস সম্প্রসারণের প্রচেষ্টা চলছে বলে জানা যায়।

তবে তা সময়সাপেক্ষ হওয়ায় এবং মাঠ গবেষণাগারের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের বাইরেও স্থান নির্ধারণের চেষ্টার অংশ হিসেবে গতকার বটিয়াঘাটায় এ পরিদর্শনে যান উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, জীববিজ্ঞান স্কু্লের সাতটি ডিসিপ্লিনের প্রধানেরা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর জলমাস্থ প্রধান কার্যালয়ে যান। সেখানে তাঁকে এবং উপ-উপাচার্যকে সংস্থাটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপাচার্য সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সংস্থার প্রধান কার্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশেরও প্রশংসা করেন। এসময় সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো: মইনউদ্দিন খান, পাস্টর অরবিন্দ সমাদ্দার, ম্যানেজার (প্রশাসন) জেমস অজয় চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের সাফল্যই শিক্ষকদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার খুবির ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের তিন দিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন