কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. মেহেদী হাসান। গত মঙ্গলবার তিনি কেরানীগঞ্জের ইউএনও হিসেবে প্রথম দিন অফিস করেন।
মো. মেহেদী হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ৩১ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। সর্বশেষ তিনি মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কেরানীগঞ্জের সদ্য বিদায়ী ইউএনও অমিত দেবনাথের স্থলাভিষিক্ত হলেন মেহেদী হাসান। সদ্য বিদায়ী ইউএনও অমিত দেবনাথ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উপপরিচালক হিসেবে যোগদান করেছেন।