হোম > ছাপা সংস্করণ

‘ভালো মানুষ রাজনীতি থেকে দূরে থাকছেন’

যশোর প্রতিনিধি

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘ভালো মানুষ আজ রাজনীতি থেকে দূরে থাকছেন। অপশক্তির রাজনীতিবিদদের কারণে তাঁরা সামনে আসতে পারছেন না।’

গতকাল শুক্রবার বিকেলে যশোরের উপশহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মোস্তফা আমীর ফয়সল খুলনা বিভাগের দাওয়াতী ইসলামি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘বীর দামালেরা যে লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন বুকে নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আশা করি মহান এ দিবসে দেশ ও জাতীয় স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত শপথ নেবে জাতি।’

তিনি আরও বলেন, ‘জাকের পাটি কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয়। এটি একটি আদর্শ ভিত্তিক দল। দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে জাকের পার্টি।’

মহাসমাবেশে বিশেষ অতিথি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল মোজাদ্দেদী বলেন, ‘জাকের পার্টির বিজয় সুনিশ্চিত। আর্ত মানবতার সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জাকের পার্টি। এ জন্য দলের সব নেতা-কর্মীকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে খুলনা বিভাগের সভাপতি ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আনছার আলী, ঝিনাইদহ জেলার সভাপতি মো. ইছাহক আলী, উপ প্রেসসচিব আবুল লতিফ খান যুবরাজ, যশোর জেলা ও সাংগঠনিক বিভাগের সভাপতি হাজি মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন