হোম > ছাপা সংস্করণ

প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুই মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদসহ আওয়ামী লীগের ১৫৫ নেতা-কর্মীর নামে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় পৃথক দুটি মামলা করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

গত শুক্রবার রাতে মুক্তাগাছার সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ এবং দাওগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুই মামলাতেই সাবেক প্রতিমন্ত্রীকে ১ নম্বর আসামি করা হয়েছে। 

শহিদুলের মামলায় ৬৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সংঘবদ্ধ হয়ে হাসিনা সরকার পতনের আগের দিন রাতে বাদীর বাড়ির সামনে মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাঙচুর করেন। পরে তাঁরা বাদীর বাড়িঘরে হামলা ও লুটপাট চালান। এ সময় তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। 

তারিকুলের মামলায় ৯২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, আসামিরা বড়হিস্যা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। 

দুই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আরব আলী, জেলা পরিষদের সদস্য ও যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি এবং উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল হক ইদু। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন