হোম > ছাপা সংস্করণ

জোড় ময়ূরের গল্প

মির্জা গালিব

এই মহাজাগতিক প্রেমের যুগে ‘গাছের পাতা নড়েচড়ে/ তোমার কথা মনে পড়ে’– জাতীয় ছড়া নিতান্তই প্রাচীনকালের কথা। কিন্তু এটাও তো ঠিক, ‘জল পড়ে পাতা নড়ে’ কবিতা দিয়ে যেমন রবীন্দ্রনাথের কবিতা লেখার হাতেখড়ি, তেমনি এই গাছের পাতার নড়াচড়া আর তার কথা মনে পড়ার যে ছড়া, সেটা দিয়েই আমাদের প্রেমের পদ্য শোনা ও লেখার হাতেখড়ি। আজ এই প্রেমের দিনে উপহার পাওয়া ফুল আর চকলেট ছুঁয়ে বলুন তো, বাঙালি অস্বীকার করতে পারবে? আমি জানি, এবার আপনি বেশ খানিকটা চাপে পড়ে গেছেন।

প্রেম বিষয়ে বাঙালি চিরকাল ‘সাই ফিল’ করেছে। মানে লজ্জায় লাল হয়ে গেছে, তা সে নারী বা পুরুষ যে-ই হোক না কেন। সে জন্যই প্রবাদ রটেছে, ‘নারীর বুক ফাটে তো মুখ ফোটে না।’ আহা, যেন পুরুষ সব সময়ই বীরদর্পে গিয়ে বলেছে, ‘ওগো হৃৎপিণ্ডেশ্বরী, লহ মোর নিবেদন।’ সুইটহার্ট বলার যুগে হৃৎপিণ্ডেশ্বরী বলাটা ঠিক না জমলেও, সুইটহার্টের বাংলা হিসেবে কখনোই কিন্তু ‘আমার মিষ্টি হৃৎপিণ্ড’ বলা হয়নি। তাই ‘হৃৎপিণ্ডেশ্বরী’ শুনে যতই বায়োলজি ক্লাসের কথা মনে পড়ুক না কেন, ওটা ঠিকই আছে রক্ত-মাংসের বাঙালির কাছে।

তো এই সলজ্জ নারী বা পুরুষেরা ‘চিরল চিরল তেঁতুলপাতা/ তেঁতুল বড় টক/ তোমার সঙ্গে প্রেম করিতে/ আমার বড় শখ’ ছড়া আওড়াবে, এটিই স্বাভাবিক। আমাদের জ্ঞানী পূর্বপুরুষেরা বলে গেছেন, প্রেমে পড়লে মানুষ দার্শনিক হয়ে ওঠে। সে জন্যই হয়তো আমাদের অগ্রজেরা চিরল চিরল তেঁতুলপাতা আর তেঁতুলের স্বাদের সঙ্গে প্রেমের একটা সম্পর্ক টেনে নিয়েছিলেন। এটাও বলে রাখা দরকার, তাঁদের আমল ছিল চিঠির। লাল ডাকবাক্সের। আবার সংকটটা ছিল, সবাই লিখতে জানতেন না। সে জন্যই আমার মতো অনেক মানুষ ছিল, যারা অন্যের হয়ে চিঠি লিখে দিত। সে জন্য সব সময়ই যে টু পাইস ইনকাম হতো, তেমন নয়। সে ভাই বেরাদারি বা সখী সখী ব্যাপার। সেগুলোর সঙ্গে টু পাইসের যোগাযোগ কমই থাকত। তবে সে চিঠি নিয়ে থাকত অপার আনন্দের ব্যাপার। সে বহু আগে একবার আমি, না মানে আমি নই, আসল মির্জা গালিব লিখেছিলেন, ‘আঁখ কি তসবির…’, না থাক বাংলাতেই বলি। গালিবের সে শের অনুবাদ করেছিলেন একালের জাভেদ হুসেন। 

চিঠির শুরুতেই চোখের ছবি এঁকে দিয়েছি, যেন
তুমি বুঝতে পারো, তোমাকে দেখার খুব ইচ্ছে হচ্ছে।

আহা হা, আহা, কী আকুতি! এ রকম আকুতি না থাকলে কি প্রেম হয়? লাল ডাকবাক্স ফাঁকা পড়ে থাকার এই সময় সে আকুতির পারদ কতটা চড়ত, সেটা বলে বোঝানো যাবে না। ব্যাপারটা এমন ছিল না যে কোনো কারণে মন খারাপ তো টুং করে একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করলাম, বাবু খাইছ? আর ওপাশ থেকে লাভ রি-অ্যাক্ট ভেসে এল। সঙ্গে উত্তর— খাইছি। তুমি খাইছ বাবু?

এসব বাবুরা সিনে আসার আগে, লাভ রি-অ্যাক্টের জন্ম হওয়ার বহু আগে কিংবা হামহাম গুড়িগুড়ি নাচের আগের যুগের প্রেমিকেরা তাদের আবেগ দেখাত কীভাবে? একটা গল্প বলি। কয়েক দিন আগেই এক বড় ভাই বললেন।

মধ্যরাত। কয়েক বন্ধু মিলে একসঙ্গে থাকবেন বলে ঠিক করেছেন তাঁরা। তো যে বন্ধুর বাড়িতে থাকার ব্যবস্থা, মধ্যরাতে সে বন্ধু হেঁকে বললেন, চল সব। রাতের রোমাঞ্চ নিতে মফস্বল শহরের প্রায় ভুতুড়ে রাস্তায় বেরিয়ে পড়লেন সবাই। হাঁটতে হাঁটতে সেই বন্ধুটি সবাইকে নিয়ে ঢুকে পড়ল এক গলির ভেতর। প্রায় অন্ধকার সে গলির মাথায় টিমটিমে এক বাতি দেখা যায় একটি দালান বাড়ির সামনে। বন্ধুটি ঠায় দাঁড়িয়ে থাকলেন। সবাই তাঁর সঙ্গে দাঁড়ানো। প্রায় আধা ঘণ্টা পর তিনি উল্টো দিকে হাঁটা দিলেন। সবাই একরাশ প্রশ্ন নিয়ে তাঁর পেছন পেছন হাঁটছেন। এবার বন্ধুটি এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বললেন, ‘গলির মাথার ওই বিল্ডিংটার পাশের বিল্ডিংয়ে থাকে শেফালি।’ সবাই বিরক্ত হয়ে বললেন, ‘তাহলে ওই বিল্ডিংয়ের সামনেই দাঁড়াতাম!’ ‘তোরা যে হারামি! ওর ঘুম ভেঙে যেত।’

এখন সে যুগ নেই। এখন প্রেম মহাজাগতিক। মেটাভার্সের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানান দিচ্ছে, আপনি যাকে অনুসরণ করছেন তার পছন্দ অপছন্দ কী। আপনাকে জানিয়ে দিচ্ছে, আপনার পছন্দের মানুষটির জন্মদিনটা কবে। আপনাকে আরও জানিয়ে দিচ্ছে, আপনার বসার জন্য মানানসই রেস্তোরাঁ কোনগুলো হতে পারে। এত এত সুবিধা যখন হাতের মুঠোয়, তখন প্রেমটাও বেশ জমে যায়। এখন মানুষ খুব একটা ‘সাই ফিল’ করে না ব্যক্তিগত সম্পর্কের কথা পরিবারকে বলতে। হ্যাঁ, কিছু মা-বাবা এখনো প্রাচীনপন্থী রয়ে গেছেন। কিন্তু তাঁরাও সম্ভবত এখন মনে করেন, কিছুটা আধুনিক তো হতেই হয়।

ডাকবাক্স বা মেটাভার্স, যুগ যেটাই হোক, প্রেমের রং লাল সব যুগেই। চিরল চিরল তেঁতুলপাতা হোক কিংবা জারবেরা-গোলাপের মুকুট, কথা একটাই। ভালোবাসা। আজ ভালোবাসার দিবস। আজ ভালো থাকার দিবস। বহু আগে গালিব বলে গেছেন,

আমি তো তোমাকে প্রাণ উৎসর্গ করেছি
সেই নিবেদনের মন্ত্র আমি জানি না।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন