দিনাজপুরে ৩ লাখ ৮০ হাজার ৮৯৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলায় চার দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হবে। ১৩টি উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪১ হাজার ৬৮৭ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ৩৯ হাজার ২১০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ডা. কুদ্দুছ আরও জানান, সর্বমোট দুই হাজার ৬১৪টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।